আরব আমিরাত উম্ম আল কোয়াইন স্টেডিয়ামে ফুটবল ম্যাচ
প্রকাশিত হয়েছে : ১০:৫১:৫৮,অপরাহ্ন ১১ মার্চ ২০১৬ | সংবাদটি ১০৮৪ বার পঠিত
সংবাদ দাতা: সংযুক্ত আরব আমিরাত উম্ম আল কোয়াইন আরবী ক্লাবের স্টেডিয়ামে উম্ম আল কোয়াইন বনাম আজমান এর মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় , উক্ত ম্যাচ পরিচালনা করেন উম্ম আল কোয়াইন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এনাম । উপস্থিত ছিলেন উম্ম আল কোয়াইন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের দপ্তর সম্পাদক কয়েছ আহমদ , সিনিয়র সদস্য রাজস বিশ্বাস ও ময়নুল ইসলাম প্রমুখ । প্রীতি ম্যাচ আজ শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।