মিছবাহ’র উপর হামলার প্রতিবাদে বাবুর বাজারে ছাত্রলীগের মিছিল
প্রকাশিত হয়েছে : ২:৫৪:০০,অপরাহ্ন ১৩ মার্চ ২০১৬ | সংবাদটি ১৩২৯ বার পঠিত
সংবাদ দাতা: জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মিছবাহ আহমদের উপর হামলার প্রতিবাদ জকিগঞ্জের বাবুর বাজারে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগ নেতা জাবের খাঁনের সভাপতিত্বে ও ইমরান হোসেন লিমনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ নেতা নূরুল ইসলাম নাহিদ, আরিফুল আলম জীবন, উপজেলা ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম, মাসুম আহমদ, রফিক আহমদ, ইমন আহমদ, মোস্তাক আহমদ, সুমন আহমদ, জুনেদ আহমদ, জসিম উদ্দিন প্রমূখ।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তোফায়েল আহমদ, কাওসার আলম, রাজু আহমদ, ওলিউর রহমান, মিজানুর রহমান, কামরুল ইসলাম, ইমরান হোসেন, তামজিদ আলম, তানভির আহমদ সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গত মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগ নেতা মিছবাহ আহমদ ছাত্রলীগ নেতাকর্মীদের উপর এলাকার কতিপয় ব্যক্তি হামলা চালিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। হামলাকারিদের এমন আচরণে এলাকার শান্তি শৃংখলা ভঙ্গ হচ্ছে। বক্তারা ছাত্রলীগের কর্মীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। অন্যথায় তাদের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকর্মীরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।