তৃতীয় দফায় ৬৮৭ ইউপির তফসিল ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৯:১২:০২,অপরাহ্ন ১৫ মার্চ ২০১৬ | সংবাদটি ৯৫৫ বার পঠিত
আরও ৬৮৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ এপ্রিল এসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এটি হবে ইউনিয়ন পরিষদের তৃতীয় দফা ভোট।
মঙ্গলবার নির্বাচন কমিশন তৃতীয় দফা তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ মার্চ। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ ও ৩০ মার্চ। এবং প্রত্যাহারের শেষ সময় ৬ এপ্রিল।
সংশ্লিষ্ট ইউপির তালিকাসহ এ সংক্রান্ত ভোটের সময়সূচি জারি করে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে বলে ইসির একটি সূত্রে জানা গেছে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম জানান, তৃতীয় ধাপের ভোটের সময়সূচি জানিয়ে দেয়া হয়েছে। স্ব স্ব ইউপির তফসিল সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বিজ্ঞপ্তি আকারে জারি করবেন।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৭৫২ এবং দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউপির তফসিল ১৮ ফেব্রুয়ারি ঘোষণা করে নির্বাচন কমিশন।
সুত্র: ঢাকা টাইমস