স্বপ্নসিঁড়ি সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের কুইজ প্রতিযোগিতার কার্যক্রম শুরু
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:১৬,অপরাহ্ন ১৬ মার্চ ২০১৬ | সংবাদটি ৮৭০ বার পঠিত
সংবাদ দাতা: জকিগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বপ্নসিঁড়ি কুইজ প্রতিযোগিতার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীদের জ্ঞান-মেধাকে আরো বিকশিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
কুইজ প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক ডাঃ হাবিবুল্লাহ মিছবাহ ও সদস্য সচিব এম.কে.আই ডালিম জানান, কুইজ প্রতিযোগিতায় ১ম পুরষ্কার একটি ল্যাপটপ, ২য় পুরষ্কার একটি ট্যাবলেট, ৩য় পুরষ্কার একটি স্মার্টফোন সহ বিশেষ পুরষ্কার রয়েছে। দুটি ধাপে সাজিয়েছেন এই প্রতিযোগিতা। ১ম ধাপে তাঁরা কুইজ ফরম নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে একজন প্রতিনিধির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পাঁচ টাকা শুভেচ্ছা মূল্যে কুইজ ফরম বিতরণ করবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, জকিগঞ্জ এর নির্ধারীত বিচারক মন্ডলীর মাধ্যমে ১৩ এপ্রিল সেরা দশজন কে বাছাই করে ১৬ এপ্রিল জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে তাদের অংশগ্রহণে সরাসরি বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা করে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ পূর্বক ঝাকঝমক পূর্ণ অনুষ্ঠানে মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হবে। সেরা দশজনের সাতজনকে বিশেষ পুরষ্কার প্রদান করা হবে। তারা সকলের সহযোগিতা কামনা করেন।