দেশ বরেণ্য জকিগঞ্জের ৮সন্তানদের বর্ণাঢ্য সংবর্ধনা শনিবার
প্রকাশিত হয়েছে : ৭:৪০:৪৬,অপরাহ্ন ১৮ মার্চ ২০১৬ | সংবাদটি ৯২৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের সন্তান, দেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে বরেণ্য ব্যক্তিত্ব ৮গুণীকে বর্ণাঢ্য সংবর্ধনা দেবে জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদ। আগামীকাল শনিবার সকাল ১০টায় সিলেটের খাদিমনগরস্থ বিআরটিডিআই অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
সংবর্ধিত হবেন, আইন ও বিচারে বিচারপতি আব্দুল মতিন (সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি), সমাজসেবায় আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার (চেয়ারম্যান-বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি), শিক্ষা ও গবেষণায় প্রফেসর ড. মুহিবুর রহমান (সদস্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন), চিকিৎসায় প্রফেসর ড. মো: সিরাজ উদ্দিন (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গ্যাস্ট্রোএন্ট্রালোজী-টেকসাস টীচ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার আমেরিকা), তথ্য ও প্রযুক্তিতে ইঞ্জিনিয়ার শামসুল হক চৌধুরী (আবহ বাংলা সফট্ওয়্যার এর আবিষ্কারক)। মরণোত্তর পদক পাবেন, মরমী সাহিত্যে শাহ সলিম উদ্দিন শীতালং রহ, ধর্মের প্রচার ও প্রসারে আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রহ, সমাজসেবায় মরহুম এম এ হক (সাবেক ভূমি প্রশাসন ও সংস্কার মন্ত্রী)।
অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন সংবর্ধনা পরিষদের সভাপতি প্রফেসর মো: আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মুখলিছুর রহমান।