নিখোঁজ ফাতেমা; প্রেমিকের হুমকি; থানায় জিডি
প্রকাশিত হয়েছে : ৮:০৮:০২,অপরাহ্ন ১৮ মার্চ ২০১৬ | সংবাদটি ১৫৩৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: প্রেমিকের হাত ধরে পলায়ন না অপহৃত হয়ে নিখোঁজ রয়েছে জকিগঞ্জের ফাতেমা । এ বিষয়ে জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন, নিখোজ তরুণী ফাতেমার পিতাসুলতানপুর ইউনিয়নের
সখড়া গ্রামের তছদ্দর আলী। থানার জিডি নং- ৫৭৪। তাং- ১৬-০৩-১৬ ইং। জিডিতে তিনি উল্লেখ করেন, ১৪মার্চ সোমবার সকাল ১০টায় নিজ বাড়ি থেকে নিখোজ হয়। এর পর থেকে অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি। জিডিতে ০১৭০৫২০০৫৩১, ০১৭০৫২০০৫৩৭, ০১৭২১৪২৬৫১৭, ০১৬৮২২৯৩৩১০ এই চারটি নাম্বার উল্লেখ করেন যে, তরুণীটি ঐ নাম্বার সমূহে কথা বলতো। ঐ নাম্বারে যোগাযোগ করা হলে তরুণীর বাবাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। পুলিশ সন্দেহজনকভাবে পিল্লাকান্দি গ্রামে তল্লাসি চালিয়ে নয়ন নামে কাউকে পায়নি। তরুণী পক্ষ দাবি করেছে, উল্লেখিত মোবাইল নাম্বারের সুত্র ধরে প্রথমে যুবকটি নয়ন নামে পরিচয় দেয়। পরে তার প্রকৃত নাম কামরুল ইসলাম বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, ফাতেমার সাথে দীর্ঘদিন থেকে প্রেম রয়েছে ঐ যুবকের। পেশায় লেগুনা চালক কামরুল সোমবার তরুণীকে নিয়ে পালিয়ে যায়। সেদিন ঐ মেয়েটিকে উদ্ধার করে তার পরিবার। ফের পরদিন রাতে পালিয়ে যায়।
চাচা আলা উদ্দিন, তার ভাতিজি পালিয়ে যাওয়ার বিষয়ে জকিগঞ্জ বার্তাকে ইঙ্গিত দেন । বলেন মোবাইল ফোনে ঐ নাম্বার গুলোতে যোগাযোগ করা হলে কখনো নয়ন এবং কখনো কামরুল ইসলাম পরিচয় দেয়। সুনির্দিষ্টভাবে নাম-ঠিকানা না জানায় পুলিশ উদ্ধার করতে পারেনি। গ্রামের আহসান হাবীব লায়েক জানান গত মঙ্গলবার সকালে ঐ মেয়েটিকে শরীফগঞ্জ থেকে উদ্ধার শেষে বাড়িতে রাখা হলে মেয়েটি ফের পালিয়ে যায়।সুত্রে পাওয়া স্থান গুলোতে খুজে পাইনি মেয়েটিকে।
থানার এসআই এ এইচ এম মাহমুদ জকিগঞ্জ বার্তা জানান ইতোমধ্যে শরীফগঞ্জের পিল্লাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। নিখোজ বিষয়টি বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করা হয়েছে। সোর্স নিয়োগের মাধ্যমে তরুণীকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। প্রেমের কারণে কারো সাথে পালিয়ে গেছে, এমনটা নিশ্চিত বলতে পারেননি তিনি।