জকিগঞ্জ পৌরসভার ভূমি দাতার স্ত্রীর দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৮:২৩:০৯,অপরাহ্ন ১৮ মার্চ ২০১৬ | সংবাদটি ৫৩৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌরসভা কার্যালয়ের ভূমি দাতা, বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সেক্রেটারি, মাইজকান্দি গ্রামের মরহুম আব্দুল মন্নানের স্ত্রী খয়রুন নেছা (৭০) নিজ বাড়িতে মঙ্গলবার দিবারাত সাড়ে ১২টায় আকস্মিক ইন্তেকাল করেন। ২ছেলে, ৪মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাখাংকী রেখে গেছেন। মরহুমার স্পেন প্রবাসী পুত্র সোহেল গতকাল বিকেল ৩টায় ফিরেন বাড়িতে। ঐদিন বৃহস্পতিবার বিকেল ৫টায় মাইজকান্দি মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযায় ইমামতি করেন মরহুমার বড়পুত্র মাওলানা ছালে আহমদ। পৌরসভার প্যানেল মেয়র মো: কামরুজ্জামান, কাউন্সিলর মো: আতাউর রহমান, আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান, বাজার ব্যবসায়ী কমিটির পরিচালক এনামুল হক মুন্নাসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।