জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন
প্রকাশিত হয়েছে : ৩:২০:৪৫,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৬ | সংবাদটি ১৪৭৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০১৬ ব্যাপক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। বিজয়ী হয়েছে ১০ম শ্রণী থেকে শাওন কান্তি রায় ২৩০ভোট পেয়ে, ৯ম শ্রণী থেকে আহমদ আল ফাহিম ১৭৫ভোট। ৮ম শ্রেণী থেকে পৌরব দেব প্রিয়ম ১৮৫ভোট পেয়ে,৭ম শ্রেণীতে মোঃ হোসাম উদ্দিন ১৬৮ভোট,৬ষ্ট শ্রণী থেকে রাহিয়ান হোসেন ১৮৪ ভোট পেয়ে বিজয়ী ,৮ম শ্রণী থেকে মিছবাহর রহমান জাহিদ ১৫৬ভোট,৭ম শ্রেণীতে শাহাদাত হোসেন তৌফিক ১৩১ভোট পেয়েছে। এদের মধ্যে দপ্তর বন্ঠন পরে হবে।প্রধান নির্বাচন কমিশনার ছিল সৌমিক রায় রাহুল, নির্বাচন কমিশনার ছিল রিদ্বওয়ান আহমদ শুভ ও দীপ চাঁদ সরকার।