আমেরিকা প্রবাসী আব্দুল খালিককে জকিগঞ্জ প্রেসক্লাবে সংবর্ধনা, প্রাণবন্তআড্ডা, স্মৃতিচারণ
প্রকাশিত হয়েছে : ১১:৪০:৫৫,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৬ | সংবাদটি ৭৯৩ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, বর্তমান কমিটির নির্বাহী সদস্য, আমেরিকা প্রবাসী আব্দুল খালিক তাপাদারকে প্রেসক্লাবের নিজস্ব ভবনে আজ বুধবার সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ প্রাণবন্ত আড্ডায় অংশ নেন। ক্লাবের সাবেক সভাপতি এম.এ মালেক চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালীর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সাবেক সহ-সভাপতি ও কালেরকন্ঠ প্রতিনিধি আল মামুন।
বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ বাহাদুর, আমেরিকা প্রবাসী গিয়াস আহমদ মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিঞা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সফিকুর রহমান খান, ওসি (তদন্ত) মো. সওকত হোসেন, সিনিয়র আইনজীবী কাওসার রশিদ বাহার, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক খালেদ মহি উদ্দিন আজাদ, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহ সভাপতি বদরুল হক খসরু, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ ও জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, সদস্য ও পৌর কাউন্সিলর রিপন আহমদ, সদস্য আল হাছিব তাপাদার, আশরাফ আহমদ আরিফ, জকিগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক ছাইদুর রহমান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবাসী আব্দুল খালিক তাপাদার।
বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ বলেন, জকিগঞ্জ প্রেসক্লাব হচ্ছে আমাদের গর্ব। প্রেসক্লাবের মাধ্যমে মানুষ সুখ-দু:খ বলতে পারেন। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন সাংবাদিকদের অনেক সুনাম ও খ্যাতি রয়েছে। তবে কারো কারো সংবাদে মানুষ আহত হয়। এ থেকে উত্তরণের পথ বের করতে হবে। প্রবাসী গিয়াস আহমদ মজুমদার বলেন, প্রবাসে থাকলেও অনলাইনে সার্বক্ষণিক সংবাদ দেখছি। প্রবাসীরা আপনাদের সাথে রয়েছি উল্লেখ করে বলেন, প্রেসক্লাবের যে কোনো প্রয়োজনে আমরা সহযোগিতা দিতে প্রস্তুত। মুফতি আবুল হাসান বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির আলোকবর্তিকা। সাংবাদিকদের নেতিবাচক সংবাদ পরিহার করে ইতিবাচক সংবাদ পরিবেশন করা উচিত। আইনজীবী কাওসার রশিদ বাহার বলেন, আইন পেশায় নিয়োজিত থাকলেও সংবাদপত্রের সাথে যুক্ত ছিলাম। জকিগঞ্জের সাংবাদিকরা অনেক সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। থানার (ওসি) মো: সফিকুর রহমান খান বলেন, আমার চাকুরী জীবনে জকিগঞ্জের সাংবাদিকদের মতো সৎ, নিষ্ঠাবান ও ভালো সাংবাদিক দেখিনি। মাদক বিষয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।
সংবর্ধিত অতিথি আব্দুল খালিক তাপাদার বলেন, প্রেসক্লাব হচ্ছে আমাদের ঐক্যের সূতিকাগার। ১৯৯৫সালে প্রেসক্লাব প্রতিষ্ঠার পর আমাদেরকে অনেক চড়াই উৎরাই পেরিয়ে এগিয়ে যেতে হয়েছে। ভালো লাগছে, প্রেসক্লাবের নিজস্ব ভবনসহ প্রয়োজনীয় অনেক কিছু দেখে। সংবাদকর্মী হিসেবে তৎকালিন সময়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল উল্লেখ করে বলেন তবে বর্তমান সময়ে অনেক উন্নত সংবাদ পরিবেশনা আমাকে উৎসাহিত করেছে। প্রবাসে থাকলেও মন পড়ে থাকে আমার প্রিয় জন্মভূমির প্রিয় পেসক্লাবে। যতদিন জীবীত থাকবাে এ প্রেসক্লাব থাকবে আমাদের প্রেরণার উৎস হিসেবে। তিনি প্রেসক্লাবের নব-গঠিত কমিটির সকলকে অভিনন্দন জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্লাবের সদস্য, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রিপন আহমদকে ক্লাবের সহ-সভাপতি বদরুল হক খসরু একটি ক্রেস্ট উপহার দেন। পরে সকলেই দুপুরের মধ্যাহৃ ভোজে অংশ নেন।