কবি কালাম আজাদ কবিতায় মানবতার গান গেয়েছেন——-ড. রিজাউল ইসলাম
প্রকাশিত হয়েছে : ১০:৪৯:৪১,অপরাহ্ন ২৫ মার্চ ২০১৬ | সংবাদটি ১১৭৮ বার পঠিত
সংবাদ দাতাঃ প্রখ্যাত কবি কালাম আজাদের ‘বয়েসী প্রপঞ্চ’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ৯ম কেমুসাস বইমেলা মঞ্চে এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে কবি কালাম আজাদ ফাউন্ডেশন।
কবি কালাম আজাদ ফাউন্ডেশনের সভাপতি কবি মুকুল চৌধুরীর সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রিজাউল ইসলাম বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলন করেছি সাংস্কৃতিক স্বতন্ত্রের জন্য। সেই সাংস্কৃতিক স্বাতন্ত্র্য আজ হুমকির সম্মুখিন। কবি কালাম আজাদ আমাদের সেই সাংস্কৃতিক স্বকীয়তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। কবি কালাম আজাদের কবিতায় রক্ত আছে, মাংস আছে কিন্তু কাম নেই। তিনি তার কবিতায় মানবতার গান গেয়েছেন, ভালবাসার স্বপ্ন একেঁছেন। তার ‘বয়েসী প্রপঞ্চ’ কাব্যগ্রন্থের শেষ কবিতা ‘শেষ নিবেদন’ কবিতায় নবীপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে।
প্রধান আলোচকের বক্তব্যে লে. কর্নেল (অব.) কবি সৈয়দ আলী আহমদ বলেন, কালাম আজাদের কাব্যের পটভূমি বিশাল, তার কবিতা নিটোল ও হৃদয়গ্রাহী। সমালোচনা সবচেয়ে হৃদয়বান ব্যক্তির কাজ। সমালোচনা কবিকে নির্মল করে, পরিস্কার করে। সমালোচনার মাধ্যমে কবির উত্তরণের জন্যে দিক নির্দেশনা দিতে হবে। তিনি বলেন, কবিতার মূল্যায়ন হয় পাঠকের কাছে, পুরস্কারের কাছে নয়। কবিতায় কবির ঘাম, মেধা, মননের সমন্বয় থাকলে আজ হোক কাল হোক কবিতার মূল্যায়ন হবেই।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি কালাম আজাদ বলেন, মানুষ ভাষা আবিস্কার করেছে কেবল অন্যকে একথা বলার জন্য ‘আমি তোমাকে ভালবাসি’। তিনি বলেন, আমার কবিতার মুল বিষয় মানুষ ও মানুষের জন্যে ভালোবাসা।
কবি কালাম আজাদ ফাউন্ডেশনের সেক্রেটারী কবি নাজমুল আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে নির্ধারিত আলোচকের বক্তব্য রাখেন, কবি লাভলী চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, কবি আব্দুল বাসিত মোহাম্মদ, সাংবাদিক আজিজুল হক মানিক, গল্পকার সেলিম আউয়াল, কবি তাবেদার রসুল বকুল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট কবি মুসা আল হাফিজ। প্রকাশনা উৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌসী, ইসলামী চিন্তাবিদ মাওলানা শাহ নজরুল ইসলাম, সিলেট উইমেন্স কলেজের ভাইস প্রিন্সিপাল আহমদ জিয়া শামস, মো. মাহমুদুর রহমান, কবি বাছিত ইবনে হাবিব, কবি শাহাদাত আলিম কবি মামুন সুলতান। কবির কাব্য থেকে পাঠ করেন হোসনে আরা কলি, আমিনা শহীদ চৌধুরী মান্না, নাঈমা চৌধুরী, সাইয়িদ শাহীন, জহির মোহাম্মদ, তাহারাতুল জান্নাত নিঝুম।