হাজী আব্দুস ছালাম কমপ্লেক্সর’ শুভ উদ্বোধন ৩০মার্চ
প্রকাশিত হয়েছে : ৮:৫৭:২৬,অপরাহ্ন ২৬ মার্চ ২০১৬ | সংবাদটি ১১৩৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌর এলাকার ছয়লেনে অবস্থিত হাজী আব্দুস ছালাম কমপ্লেক্স’র শুভ উদ্বোধন অনুষ্ঠান বুধবার (৩০মার্চ) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সূচিতে রয়েছে, সকাল ১০টায় খতমে ক্বোরআন, বেলা ১১টায় মিলাদ মাহফিল শেষে দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী।
হাজী আব্দুস ছালাম কমপ্লেক্স’র স্বত্ত্বাধিকারী হাজী আব্দুস ছালাম জানান, দৃষ্টিনন্দন ও টেকসই করে এ বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে। ৪র্থতলা বিশিষ্ট এ বিল্ডিংটিতে নানা সুযোগ-সুবিধা রয়েছে। সকলকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
কমপ্লেক্স