সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবেই, হেফাজতের সভায় বক্তারা
প্রকাশিত হয়েছে : ১২:২৮:২১,অপরাহ্ন ২৭ মার্চ ২০১৬ | সংবাদটি ৭৫৭ বার পঠিত
হেফাজতে ইসলাম বাংলাদেশ কালিগঞ্জ শাখার আলোচনা সভা শনিবার বিকেলে কালিগঞ্জ জামেয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত হয়।
আল্লামা আবদুল মুছাব্বীর শাইখে আইয়রীর সভাপতিত্বে ও মাওলানা রায়হান উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাফিজ মাও.বাহার উদ্দীন,মাও.ফারুক আহমদ, মাও.হেলাল আহমদ, মাও.শিব্বীর আহমদ, মাও. আব্দুল মন্নান, আব্দুল হামিদ জালাল প্রমুখ। বক্তারা বলেন, সংবিধানে রাস্ট্রধর্ম ইসলাম থাকবেই। কোটি কোটি জনতা ইসলাম রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিতে প্রস্তুত বলে জানান বক্তারা।
মোনাজাত পরিচালনা করেন জকিগঞ্জ উপজেলা হেফাজতের সভাপতি আল্লামা আবদুল মুছাব্বীর আইয়রী। বিজ্ঞপ্তি
.