মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৯:০৫:৫০,অপরাহ্ন ২৭ মার্চ ২০১৬ | সংবাদটি ১৫১৭ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্ট: সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার সকাল দশ ঘটিকা থেকে বিদ্যালয়ের ছাত্র/
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোফায়েল আহমদ চৌধুরীর সভাপতিত্বে কম্পিউটার শিক্ষিকা জুবেদা বেগমের সঞ্চালনায় কেরাত পাঠ করেন নবম শ্রেনীর ছাত্র শাকিরুল হক খাঁন, গীতা পাঠ করেন অষ্টম শ্রেনীর ছাত্রী অর্পিতা দাস ও বিদ্যালয়ের সফল প্রধান শিক্ষক সাব্বির আহমদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ আওয়ামীলীগ রমনা-শাহবাগ থানার সাধারন সম্পাদক, বারহালের কৃতি সন্তান জনাব ফয়জুল মুনির চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফয়জুল মুনির চৌধুরীর সহধর্মিণী ,অটিজম ইন্সট্রাক্টর (শিশু নিওরোলজী বিভাগ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা এর জনাব মমতাজ বেগম,বারহাল ইউ/পি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি বিশিষ্ট কলামিস্ট এম এ মালেক চৌধুরী, বারহাল ইউ/পি সাবেক চেয়ারম্যান তালুকদার মিছবাহ জামান, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, বারহাল ইউ/পি আওয়ামীলীগ সভাপতি মুহিবুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক মঞ্জুরুল হামিদ চৌধুরী, হাজী সিদ্দিকুর রহমান শিক্ষা ট্রাষ্টের চেয়ারম্যান বুরহান উদ্দিন রনি, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক এনামুল হক মুন্না, বারহাল ইউ/পি সদস্য আতাউর রহমান চৌধুরী, কাজলশাহ ইউ/পি আওয়ামীলীগ এর সাবেক সাধারন সম্পাদক বাবু মনোজগৎ পুরকায়স্থ।
উপস্থিত ছিলেন,জকিগঞ্জ উপজেলা আওয়ানীলীগ নেতা সুয়েব লস্কর,শহিদুল ইসলাম সুহেল, লন্ডন প্রবাসী নজমুল হক চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মাষ্টার এখলাছুর রহমান শিকদার, আব্দুল মালেক চৌধুরী, মাওঃ আব্দুল বারী চৌধুরী, মোস্তাক আহমদ চৌধুরী, আব্দুল বাছিত চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন,শাহগলী আদর্শ শিশু বিদ্যানকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান, মাষ্টার হারুনুর রশিদ, মাছুম আহমদ, জালাল আহমদ চৌধুরী, জামাল উদ্দিন, বিদ্যালয়