অ্যাড. সাঈদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাকুর
প্রকাশিত হয়েছে : ১১:০৩:৪১,অপরাহ্ন ২৭ মার্চ ২০১৬ | সংবাদটি ১০৮০ বার পঠিত
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি অ্যাড. সাঈদ আহমদকে আটকের তীব্র নিন্দা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুস শাকুর। তিনি এক বিবৃতিতে বলেন, ষষ্ঠ দলীয় কাউন্সিলে নেতা-কর্মীরা যখন উজ্জীবিত, তখনই অবৈধ সরকার দিশেহারা হয়ে অন্যায়ভাবে দলীয় নেতা-কর্মীকে আটক করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যতই হামলা-মামলা দেওয়া হউক না কেনো, বিএনপি ও তার অঙ্গ সংগঠন আরো্ শক্তিশালী হবে। অবিলম্বে অ্যাড. সাঈদ আহমদসহ নেতা-কর্মীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। বিজ্ঞপ্তি