শায়েখ আব্দুল গণীর রোগ মুক্তি কামনায় প্রবাসের ওমানে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১১:৫০:৪৪,অপরাহ্ন ২৮ মার্চ ২০১৬ | সংবাদটি ১২০৭ বার পঠিত
সিলেটের বিশিষ্ট আলেম, প্রায় অর্ধশতাধিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও হাড়িকান্দী মাদ্রাসার মুহতামীম খলিফায়ে বর্নভী হযরত শায়েখ আল্লামা আব্দুল গণীর গুরুতর অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ শুক্রবার ওমান আল বুরাইমি মসজিদে আবু বক্কর রাঃ এ হাফিজ মাওলানা জিয়াউর রহমানের সভাপতিত্বে তাঁর সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বাংলাদেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা এবং বিশিষ্ঠ আলেম শায়েখ আব্দুল গণির দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে দলমত নির্বিশেষে উপস্থিত ছিলেন ওমান ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল হান্নান, ওমান জামায়াতে ইসলামের আমীর অধ্যক্ষ ফয়েজ আহমদ, ওমান খেলাফত মজলিসের আমীর হাফিজ বেলাল আহমদ, জামুরাইল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা সাঈদুর রহমানসহ প্রমুখগণ। শায়েখ আব্দুল গণী সিলেটের জকিগঞ্জ উপজেলার জামুরাইল গ্রামের বাসিন্দা। বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তিনি। আলেম হিসেবে সিলেটসহ এ অঞ্চলে ওয়াজ মাহফিলসহ গুরুত্ব পূর্ণ ইসলামী জলসার তিনি অত্যন্ত জনপ্রিয় মুখ। এছাড়া তার প্রতিষ্ঠিত জামেয়া মোহাম্মদীয়া হাড়িকান্দি মাদ্রাসা সিলেটের একটি গুরুত্বপূর্ণ দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। বিজ্ঞপ্তি