মধুদত্ত প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠান ও পৌর পরিষদকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১০:০৮:০৮,অপরাহ্ন ২৯ মার্চ ২০১৬ | সংবাদটি ৭৪৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌর এলাকার মধুদত্ত এফআইভিডিবি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও পৌরসভার নব-নির্বাচিত পরিষদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে ও আল ইহসান একাডেমীর অধ্যক্ষ বুরহান উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন মেয়র হাজী খলিল উদ্দিন, থানার ওসি মো: সফিকুর রহমান খান প্রমূখ। অনুষ্ঠানে প্রতিযোগি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও মেয়র এবং কাউন্সিলরবৃন্দকে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথিসহ উপস্থিত সকল অতিথিবৃন্দ। প্রধান অতিথি মাসুক উদ্দিন আহমদ বিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনা করে আয়োজকদের ধন্যবাদ জানান।