দূর্ঘটনা থেকে রক্ষা পেলেন জকিগঞ্জ বাজারের স্থানীয় ব্যবসায়ী ও পথচারিরা
প্রকাশিত হয়েছে : ৮:০৫:০১,অপরাহ্ন ৩১ মার্চ ২০১৬ | সংবাদটি ১৯৭১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ বাজারের কুশিয়ারা রোডে বিদ্যুতের পুরনো কাটের কুটি গতকাল বিকেল ৩টার দিকে ভেঙ্গে যায়। প্রাণ কোম্পানীর ট্রাকের সাথে কুটির সংযোগের তারে লেগে বিকট শব্দে কুটিটি ভেঙ্গে গেলেও দূর্ঘটনা থকে রক্ষা পেলেন বাজারের স্থানীয় ব্যবসায়ী ও পথচারিরা।
ব্যবসায়ী মাসুক আহমদ ও আব্দুল হালিম জানান কুটিটি অতি পুরনো হওয়াতে ভেঙ্গে গিয়ে রুবেলের চা দোকানের উপর পড়ে যায়। এ সময় লাইনে বিদ্যুৎ ছিল। বিকট শব্দে এ কুটি ভেঙ্গে গেলে ব্যবসায়ী ও পথচারিরা আতংকিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে অভিযোগ কেন্দ্রে জানালে তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে। পরবর্তীতে নতুন খাম্বার সাথে সংযোগ দিয়ে অন্তত ২৪ঘন্টা পর ১০-১২টি দোকান ও ৩টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয় বিদ্যুৎ অফিসের কর্মীরা। তবে কয়েকটি দোকানে মিটারের তার সংকটের কারণে সংযোগ দিতে পারেনি। এ জন্য ভোগান্তিতে পড়েন বিদ্যুৎ বঞ্চিত ব্যবসায়ীগণ।
জোনাল অফিসের প্রকৌশলী আব্দুল আলিম মিয়াজী জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যাই। নতুন খাম্বা সেখানে স্থাপন করে ইতোমধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। যাদের মিটার নষ্ট হয়েছে, তারা আবেদন করলে যথারীতি নতুন মিটার দেওয়া হবে বলে জানান তিনি।
বাজার ব্যবসায়ী কমিটির পরিচালক এনামুল হক মুন্না ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকর্ত-কর্মচারিদের অনুরোধ জানান। পল্লী বিদ্যুৎ সমিতি ১এর পরিচালক আখতার হোসেন রাজু জানান, তার সংকটের কারেণ যাদের মিটারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি, তারা যাতে সহজে বিদ্যুৎ সুবিধা পান সে ব্যবস্থা করতে সংশ্লিষ্ট বিভাগকে পরমার্শ দেবেন তিনি।