পীর নগরে ২য় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট আয়োজন
প্রকাশিত হয়েছে : ১:৪০:৫৫,অপরাহ্ন ০৫ এপ্রিল ২০১৬ | সংবাদটি ৮৬০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের পীরনগরে যুব সমাজ আয়োজিত ২য় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট’র প্র্রথম রাউন্ডের জমজমাট খেলা চলছে। গত ২৮মার্চ থেকে শুরু হয় প্রথম রাউন্ডের খেলা। বিপুল দর্শকদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে গতকাল বিকেলে উজিরপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণভাগ ফুটবল একাদশ। খেলার পরিচালক ছিলেন এমা্দ উদ্দিন। অন্যান্যদের মধ্যে খেলার আয়োজক হলেন এমাদ উদ্দিন, মারুফ মালিক লিওন, কাজী ফয়েজ উদ্দিন, রুহুল আমিন, জাহেদ আহমদ চৌধুরী, তালিম চৌধুরী ও ডালিম আহমদ।
সোমবারের খেলায় অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী পানু মিয়া, সমাজসেবক ঝুনু মিয়া চৌধুরী, জকিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আব্দুল জব্বার জবাই মিয়া, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মো: ইউনুস আলী, ইউপি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান আজাদ, আব্দুল জলিল মেম্বার, সংগঠক ফয়জুল ইসলাম প্রমূখ। খেলা শেষে গোলদাতাকে পুরস্কৃত করেন আব্দুস ছালাম চৌধুরী পানু।