জকিগঞ্জসহ সারাদেশে মৃদু ভূমিকম্প
প্রকাশিত হয়েছে : ৫:০৫:৫৪,অপরাহ্ন ০৫ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১০২২ বার পঠিত
জকিগঞ্জসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬। মঙ্গলবার দুপুর ১টা ৪২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
প্রাথমিকভাবে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্ত মেঘালয়ের কাবিল এলাকায় যার উৎপত্তিস্থল। গভীরতা মাটি থেকে ১০ কিলোমিটার নিচে। রংপুর থেকে ১২০ কিলোমিটার পূর্বে এ ভূকম্পনের অবস্থান। ভূমিকস্প বাংলাদেশ ছাড়াও ভারতের আসামে অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরাও ভূমিকম্পের হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।