২১ঘন্টা পার হলেও নিখোঁজ আছার উদ্দিনের সন্ধান মেলেনি
প্রকাশিত হয়েছে : ১১:৫৬:১১,অপরাহ্ন ০৭ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১২৯৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: নিখোঁজের ২১ঘন্টা পার হলেও বিরশ্রী ইউনিয়নের পশ্চিম জামডহরগ্রামের আছার উদ্দিনের (৭০) সন্ধান মেলেনি। গতকাল বুধবার বেলা ২টায় বিরশ্রী (বেশি) খাল সাতরে পার হতে গিয়ে নিখোঁজ হন। সিলেটের ডুবুরীদল, ফায়ার সার্ভিস কর্মীদের অনেক চেষ্টার পরও সন্ধান মেলেনি। স্থানীয় এলাকাবাসীর প্রাণান্তকর চেষ্টা ছিল। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়ে অভিযান সমাপ্ত করতে বাধ্য হয়েছেন স্থানীয়রা। ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ফয়জুল হোসেন জকিগঞ্জ বার্তাকে জানান অনেক চেষ্টা করেও উদ্ধার করা যায়নি আছার উদ্দিনকে। প্রায় ৯হাত পানিতে ডুবে গেলেন তিনি। আবার তাকে খুজে পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য: শাহগলী বাজার হতে একটি টিন নিয়ে বাড়ি ফেরার পথে জকিগঞ্জ-শেওলা সড়কের সন্নিকটে বিরশ্রী (বেশ্রি) খাল সাতরে পার হতে গিয়ে নিখোঁজ হন খেলাফত মজলিস নেতা মাওলানা আলী হোসেন ও সৌদি প্রবাসী মোহাম্মদ আলীর পিতা আছার উদ্দিন।