ব্লগার নাজিম উদ্দিনের মৃত্যুতে হুইপ সেলিম উদ্দিনের শোক
প্রকাশিত হয়েছে : ১১:২৯:০৫,অপরাহ্ন ০৮ এপ্রিল ২০১৬ | সংবাদটি ৯৬৪ বার পঠিত
বিয়ানীবাজারের সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্লগার নাজিমুদ্দিন সামাদকে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর সূত্রাপুরের একরামপুর মোড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর মাথায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা (ইন্নালিল্লাহি……রাজিউন)। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার রুহের মাগফেরাত কামনা করেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সেলিম উদ্দিন এমপি। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এক শোক বার্তায় বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বলেন, এ ধরনের হত্যাকান্ডে দেশে আতংক বিরাজ করছে। যারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে।
আজ শুক্রবার বেলা ১১টায় সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের টুকা ভরাউট তার নিজ গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।