৪দিনের মাথায় সৌদি প্রবাসীর পিতা নিখোঁজ আছার উদ্দিনের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২:৫৬:৪২,অপরাহ্ন ১০ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১৪৯৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের বিরশ্রী (বেশ্রি) খালে পশ্চিম জামডহর গ্রাম নিবাসী, খেলাফত মজলিস নেতা মাওলানা আলী হোসেন ও সৌদি প্রবাসী মোহাম্মদ আলীর পিতা নিখোঁজ আছার উদ্দিন(৭০)এর লাশ ৪দিনের মাথায় শনিবার দুপুরে উদ্ধার করা হয়েছে। ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য মো: ফয়জুল হোসেন উদ্ধারের বিষয়টি জকিগঞ্জ বার্তাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন ঘটনাস্থল থেকে প্রায় অর্ধ কি: মি: দূরে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশ পাওয়া যায়। ঐদিন বিকেল ৫টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত: গত বুধবার বেলা ২টার দিকে শাহগলী বাজার থেকে বাড়ি ফেরার পথে বিরশ্রী (বেশ্রি) খাল সাতরে পার হতে গিয়ে নিখোঁজ হন আছার উদ্দিন।