ডাকাতি সন্দেহে কাজলসার থেকে বাচ্চু ও মোটরসাইকেল চুর নজরুল আটক
প্রকাশিত হয়েছে : ১:০৩:৫০,অপরাহ্ন ১০ এপ্রিল ২০১৬ | সংবাদটি ৮২৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের কাজলসার গ্রাম থেকে শুক্রবার দিবারাত ১২টার দিকে গ্রামবাসীর সহযোগিতায় থানা পুলিশ ডাকাত সন্দেহে আব্দুর রহমান বাচ্চু (৫২)কে আটক করেছে। সে কাজলসার গ্রামের মৃত ফুরুক আলীর পুত্র। পুলিশের এসআই শরীফ জকিগঞ্জ বার্তাকে জানান আগে ডাকাতি করতো সে। ডাকাতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে সে চুর। আগামীকাল রোববার আদালতে চালান দেওয়া হবে। বলেন অভিযান চালিয়ে মোটরসাইকেল চুর নজরুলকে আটক করা হয়েছে। সে দরগাবাহারপুর গ্রামের মৃত বসির আলীর পুত্র।
কমিউনিটি পুলিশিং কমিটির কাজলসার ইউপি সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড সভাপতি মারুফ জকিগঞ্জ বার্তাকে জানান এলাকায় প্রায় প্রতিদিন চুরি-ডাকাতি সংঘটিত হচ্ছে। মানুষ নিরাপদে ঘুমাতে পারছে না। বাচ্চুকে ধরতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। অবশেষে তাকে গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ আটক করেছে। অপরাধ নির্মূল করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।