হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ র. এর ঈসালে সাওয়াব উপলক্ষে বাবুর বাজারে খতম, আলোচনা সভা ও মিলাদ মাহফিল আগামীকাল
প্রকাশিত হয়েছে : ১০:৩১:৪০,অপরাহ্ন ১২ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১৬৮১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ র. এর ঈসালে সাওয়াব উপলক্ষে লতিফিয়া পরিষদ বাবুর বাজার এর উদ্যোগে খতমে কোরআন শরীফ, খতমে বুখারী শরীফ, খতমে দালাইলুল খাইরাত শরীফ, খতমে খাজেগান শরীফ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল আগামীকাল ১৩ এপ্রিল বুধবার দুপুর১২টা থেকে রাত ১২টা পর্যন্ত জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হবে।
শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রাহমান সাহেবের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী সাহেব ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুহাম্মদ হুছামদ্দীন চৌধুরী ফুলতলী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জালালপুর জালালিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম সাহেব, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা এখলাছুর রাহমান, ছাহেব জাদায়ে সিঙ্গাইরকুড়ি হযরত মাওলানা ফয়জুর রাহমান চোধুরী, চান্দগ্রাম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা শিহাব উদ্দীন অলীপুরী, কালিগঞ্জ বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা আজিজুর রাহমান, ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা ওয়ারিছ উদ্দিন সাহেব।
উক্ত ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্টানে সকলকে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি।