জেলা ছাত্রলীগের তথ্য গবেষণা সম্পাদক শামছুজ্জামানের জন্মদিন পালন
প্রকাশিত হয়েছে : ২:১৮:২৭,অপরাহ্ন ১২ এপ্রিল ২০১৬ | সংবাদটি ৮০৭ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্ট: গত ১০ এপ্রিল ২০১৬ইং রোজ-রবিবার সিলেট জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামছুজ্জামান এর জন্মদিন নগরীর একটি অভিজাত হোটেলে পালন করা হয়। সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠানে কেক কাটা হয়।
এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগ নেতা রমিজ উদ্দিন, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ছাইফুল আহমদ ছফু, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সহ-সভাপতি সালাউদ্দিন পারভেজ, খালেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক, জাওয়াদ ইবনে জাহিদ খান, সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন খান, শাহিন আহমদ চৌধুরী নয়ন, প্রচার সম্পাদক নিলয় কিশোর ধর জয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশফাক আহমদ মাসুদ, সাহিত্য বিষয়ক সম্পাদক এম এ কে চৌধুরী জাবেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজুল করিম নেওয়াজ, জেলা ছাত্রলীগের সদস্য ছাদেক আহমদ, ফাহাদ আহমদ, তুহিন, মারুফ আহমদ, সোপান আহমদ, জাহেদ আহমদ, আহমদ হোসাইন, আশিক আহমদ, রতন, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ আহবায়ক জয়, ফয়জুল ইসলাম প্রমূখ।