ভয়াবহ ভূমিকম্পে আতংকিত জকিগঞ্জবাসী: আল্লাহু আকবার ধ্বনিতে মুখর
প্রকাশিত হয়েছে : ৯:১২:২৬,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১৫১৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: বুধবার রাত ৭টা ৫৭মিনিটে ভয়াবহ ভূমিকম্পে পুরো জকিগঞ্জের মানুষ আতংকিত হয়ে পড়েন। বাসা-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান থেকে মানুষ রাস্তায় বের হয়ে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে তুলেন।জকিগঞ্জসহ সারাদেশেই এমন ভূমিকম্প অনুভূত হয়। বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্প শুরু হলে আমরা দৌড়ে বাহিরে বের হয়ে আল্লাহকে ডাকতে থাকি। বড় ধরনের কোনো ক্ষতি না হওয়াতে তারা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী নূরে আলম, আব্দুল বাতিন সাহেদ জানান এতো ভয়াবহ ভূমিকম্প ছিল যে, আমরা দাড়াতে পারছি না। যখন মার্কেট থেকে বের হলাম, ঠিক তখনই দেখি আমাদের সামনে নিশাত প্লাজা নামক একটি ঝুকিপূর্ণ ৫তলা বিল্ডিং। সব মিলিয়ে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করেছেন। আর ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১।
ভূমিকম্প শুধু বাংলাদেশেই নয়, একই সময়ে ভারত, পাকিস্তান ও নেপালেও এই ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইকে বলে জানা গেছে। ভূমিকম্পের গভীরতা ছিল ১২৫ কিলোমিটার।
উল্লেখ্য, রাত পোহালেই বাঙালির ঘরে ঘরে শুরু হবে নববর্ষ উদযাপন। পহেলা বৈশাখের ঠিক আগের রাতে এমন ভূমিকম্প আতঙ্ক তৈরি করেছে।