নববর্ষে ফলমূল ও টাকা দিয়ে দরিদ্র মানুষদের পাশে দাড়ালো জকিগঞ্জ বার্তা
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:৫৩,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১০০৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: নববর্ষে অতিদরিদ্র মানুষের পাশে দাড়ালো জনপ্রিয় ও সর্বাধিক পাঠকপ্রিয় সংবাদ মাধ্যম জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম। আজ বৃহস্পতিবার বিকেলে তাদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন রকমের ফলমূল ও নগদ টাকা দেওয়া হয়। গত মঙ্গলবার সদর ইউনিয়নের প্রতিবন্ধি মোস্তাক আহমদের দু:খ-দূর্দশার সংবাদ কাভারেজ করতে যান জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্না।
সেদিন তাদের পরিবারের অভাব-অনটন দেখে বিস্মিত হন তিনি। দারিদ্রতার করাল ঘ্রাসে তাদের জীবন হয়ে পড়েছে দূর্বিষহ। আধা শতক জায়গায় ভাঙ্গা ঘর, টিনের চাল ফুটো আর জীর্ণ-শীর্ণ শরীরে স্পষ্ট পরিলক্ষিত হয়েছে, তারা কত যে কষ্টে রয়েছে। অভাবের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তারা। দেশ যখন অনেক এগিয়ে গেছে, ঠিক ঐ সময়ে তাদের এমন অবস্থা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। সে লক্ষ্যে কিছু ফলমূল ও সামান্য টাকা নিয়ে দরিদ্র মানুষের পাশে দাড়ায় হাজার হাজার পাঠকের প্রিয় নিউজ পোর্টাল জকিগঞ্জ বার্তা। ভবিষ্যতে তাদের জন্য সামান্য কিছু একটা করবে জকিগঞ্জ বার্তা।
মানিকপুর গ্রামের অতিদরিদ্র আলা উদ্দিন, মো: নূরুজ্জামান, প্রতিবন্ধি মোস্তাক আহমদ, খলন আহমদ, ছলন আহমদ, আখদ্দস আলী, আব্দুস ছালাম, আবুল কালাম, আব্দুল জলিল, বৃদ্ধা ঝলিকা বেগম, ও রিকসা চালক আব্দুস শুকুরের পরিবারকে আপেল, আঙ্গুর, খেজুর প্রদান করা হয়। এদের মধ্য থেকে ৬টি পরিবারকে নগদ কিছু টাকাও তুলে দেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, শিক্ষানুরাগী আহমদ মনসুর আলম, ইউপি সদস্য হাসান আহমদ, রাজনীতিক ফখরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের দেবোরাজ চক্রবর্তী ও সৌদি প্রবাসী মারুফ আহমদ প্রমূখ। এসব জিনিস পেয়ে তারা ভীষণ আনন্দিত। ঐসব দরিদ্র মানুষেরা জকিগঞ্জ বার্তা ও দানশীল ব্যক্তিদের জন্য প্রাণভরে দোয়া করেন।