বর্ণিল আয়োজনে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৮-০৩ব্যাচের শিক্ষার্থীদের প্রথম পূণর্মিলনী
প্রকাশিত হয়েছে : ৭:০৬:৪৮,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১৬০৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যা্লয়ের ১৯৯৮-২০০৩ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের বর্ণিল আয়োজনে আবৃত্তি, গান, খেলাধুলা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে পূণর্মিলনী সমাপ্ত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থকে বিকেল ৪টা পর্যন্ত প্রাণবন্ত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল ওয়াহিদ, জামাল আহমদ, হুমায়ুন কবির, সংগঠক শাহাদাৎ হোসেন ও মহসিন আহমদ এবং ৯৮-০৩ব্যাচের ছাত্রদের মধ্যে দানিয়াল মো: পূলক, সামছুদ্দোহা, শরীফ আহমদ, মাহবুব হাসান, জুবায়ের আহমদ, আবুল হোসেন, সুবিনয় মল্লিক, বিজিত চন্দ্র, রুহুল আমিন, ফরহাদ হোসেন, জাকির হোসেন, জামাল আহমদ, মোস্তাক আহমদ, আব্দুল বাছিত, স্বপন আহমদ, বিপ্র শর্মা, মাসুম আহমদ, ইমদাদ মাসুম, আব্দুল মালেক ও গোপাল চন্দ প্রমূখ।
আয়োজকদের মধ্যে সামছুদ্দোহা, সুবিনয় মল্লিক ও শরীফ আহমদ জানান, এ্ই প্রথম বিদ্যালয়ের কোনো ব্যাচ এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়।সহ-কর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে একত্রিত হয়ে আমাদের ব্যাপক উজ্জীবিত করে। কবিতা আবৃত্তি, গান, স্মৃতিচারণ, খেলাধুলা, মধ্যাহৃভোজ সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের আয়োজন সমাপ্ত হয়। এভাবে বিদ্যালয়ের প্রতিটি ব্যাচ অনুষ্ঠানের আয়োজন করলে সত্যিই পারস্পরিক সেতুবন্ধন আরো দৃঢ় হতো। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রিয় বিদ্যালয়ের নামে সম্মাননা স্মৃতিস্বরুপ ক্রেস্ট বর্তমান শিক্ষকদের হাতে তুলে দেন ব্যাচের ছাত্ররা।