সেই হাজেক মিয়া মারা গেছেন
প্রকাশিত হয়েছে : ২:৪০:৩৫,অপরাহ্ন ১৯ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১৫৭৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: হাসপাতালে কোমায় থেকে অবশেষে সেই হাজেক মিয়া আজ বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে মারা গেছেন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় তার বাড়ি। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত জকিগঞ্জের প্রবাসীরা কয়েকদিন থেকে তাদের ব্যক্তিগত আইডিতে হাজেক মিয়ার মানবিক বিষয়টি তুলে ধরেছেন। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানা গেছে।
স্যাটাসটি: লোকটির নাম- হাজেক মিয়া,বৃহওর সিলেটে কোন স্হানে বাড়ীর, দীঘ’ দিন অারব অামারাতের জেলে ছিল। হঠাৎ গুরুতর অসুস্হ হয়ে পড়লে পুলিশ তাহাকে রাসঅাল খাইমা হাসপাতালে ভতি’ করে কিন্ত নিকট অাত্বীয়-পরিজন বা কোন টিকানা পাওয়া যাচ্ছেনা। যদি কোন ব্যাক্তি সন্ধান জানতে পারেন তবে এই নাম্বারে যোগাযোগ করবেন=+971557777089 /+9710508947600 এই পোস্টটি সকলে Share করবেন। সকল প্রবাসীকে অাল্লাহ হেফাজে রাখুক।
01717848490