অর্ধলক্ষাধিক মানুষের অশ্রুসজল চোখে শায়খ আব্দুল গণিকে শেষ বিদায়
প্রকাশিত হয়েছে : ১০:৪৭:১৯,অপরাহ্ন ২০ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১৬২৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: অর্ধলক্ষাধিক মানুষের অশ্রুসজল চোখে প্রখ্যাত আলেম শায়খ আব্দুল গণিকে শেষ বিদায় জানানো হয়েছে। বুধবার সকাল হতেই জকিগঞ্জ ও সিলেট বিভাগের বিভিন্ন প্রান্থ হতে মুসল্লিারা জানাযা মাঠে আসতে থাকেন। দুপুর সাড়ে ১২টা থেকে জকিগঞ্জ-রতনগঞ্জ-সিলেট সড়কে সকল প্রকার যানবাহন প্রবেশ বন্ধ করে দেয় পুলিশ। সময় যতই গড়িয়েছে, মানুষের ঢল তত বাড়তে থাকে। বিশেষ করে আলীয়া মাদ্রাসা কেন্দ্রীক মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুরে বন্ধ করে দেওয়া হয় ফুলতলী কামিল মাদ্রাসা ও ইছামতি কামিল মাদ্রাসা। এতে শিক্ষক-শিক্ষার্থীরা জানাযায় অংশ নিতে নেন। বেলা ২টায় জানাযার আগে হাড়িকান্দি মাদ্রাসা মাঠ ছাপিয়ে মেইন সড়কে অবস্থান নেন মুসল্লিগণ। যথা সময়েদীর্ঘ লাইনে সারিবদ্বভাবে নামাজে দাড়ান। সকাল থেকেই বেশ কিছু পুলিশ ও মাদ্রাসার ছাত্র-মুসল্লিদের প্রাণান্তকর চেষ্টায় শৃংখলা বিঘ্নিত হয়নি। জানাযায় ইমামতি করেন মরহুমের বড় পুত্র লন্ডন প্রবাসী মাওলানা অলিউর রহমান। জানাযা শেষে মরহুমের প্রিয় প্রতিষ্ঠান হাড়িকান্দি মা্দ্রাসার পাশে দাফন করা হয়।
অন্যান্যদের উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা মুখাদ্দস আলী, শায়খুল হাদীস মাওলানা আব্দুল মুছব্বির আইয়রী, ফুলতলী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ফারুক, মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী, মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা আব্দুস শহীদ গলমুকাপনী, ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাংগঠক সম্পাদক মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, ,মাওলানা আব্দুল হক হবিগঞ্জী, হযরত মাওলানা রেজাউল করিম জালালী, হযরত মাওলানা শামুসদ্দীন মো: ইলয়াস, ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি আব্দুর রশিদ বাহাদুর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি সভাপতি হেলাল আহমদ চৌধুরী, হাড়িকান্দি মা্দ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি সামছুল হক খছরু প্রমূখ।