শায়খ আবদুল গণি সাহেবের ইন্তেকালে জকিগনজ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৪:৫৮:৪৭,অপরাহ্ন ২১ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১৭২৭ বার পঠিত
সংবাদ দাতা: জকিগঞ্জের প্রবীন আলিমে দ্বীন, জামেয়া মুহাম্মাদিয়া হাড়িকান্দির মুহতামিম মাওলানা শায়খ আবদুল গণি সাহেবের
ইন্তেকালে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে গতকাল (২০ এপ্রিল) বাদ মাগরিব তাৎক্ষনিক দেয়া মাহফিলের আয়োজন করে।
পূর্ব লন্ডনের একটি ব্যবসা কেন্দ্রে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মসিউর রাহমান শাহীন।
সেক্রেটারি শামীম শাহান’র পরিচালনায় মাহফিলে অংশগ্রহন করেন- সহ-সভাপতি কমর উদ্দিন চৌধুরী পাপলু, মো: আবদুল আউয়াল হেলাল, সাবেক সভাপতি হারুনুর রশীদ, ট্রেজারার মাওলানা আবদুল কুদ্দুছ, পাপসিটি সেক্রেটারি আতিকুর রাহমান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুদ ইমন, রাসেল আলম চৌধুরী বাবু, মাওলানা মুসলেহ উদ্দিন।
সন্মানিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন দারুল হাদীস লতিফিয়ার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মাদ হাসান চৌধুরী ফুলতলী, জনাব সাইফ উদ্দিন খান।