বারহালে তালুকদার মিছবাহ জামানের সমর্থনে ইউ/পি আওয়ামীলীগের বর্ধিত সভা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৯:৪৪:২১,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১৪২২ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্ট: জকিগঞ্জ উপজেলার বারহাল ইউপি নির্বাচনে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী তালুকদার মিছবাহ জামানের সমর্থনে ইউ/পি আওয়ামীলিগের বর্ধিত সভা গতকাল শনিবার সন্ধ্যা ৬ ঘঠিকার সময় অনুষ্ঠিত হয়। সভায় বারহাল ইউপি আওয়ামীলিগ সভাপতি মুহিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক মনজুরুল হামিদ চৌধুরীর পরিচালনায় ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মিছবাহ আহমদের ক্বেরাত পাঠের মধ্যদিয়ে সভা আরম্ভ হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলিগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী, বারহাল
বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলিগ নেতা এবাদুর রহমান চৌঃ, কাজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক লুকু, বারহাল ইউ/পি আওয়ামীলিগের সাবেক সভাপতি নজরূল ইসলাম (চুনু মিয়া), ইউ/পি আওয়ামীলিগের সহ-সভাপতি সৈয়দ রিয়াজ উদ্দীন পুতুল, শওকত আলী, আব্দুল জলিল, আব্দূল জলিল ফাকি মিয়া, ইউ/পি আওয়ামীলিগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুক আহমদ, ইউ/পি আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক নজরূল ইসলাম টুকু, ইউ/পি আওয়ামীলিগের দপ্তর সম্পাদক আব্দুল মতিন, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি গৌছ আহমদ, উপজেলা শ্রমিকলীগের সদস্য ইব্রাহিম আলী, ইউপি আওয়ামীলিগের তথ্য বিষয়ক সম্পাদক তালুকদার দুলাল আহমদ, ইউ/পি আওয়ামীলিগের সদস্য ও বারহাল ইউ/পি ছাত্রলীগের সাধারন সম্পাদক পারভেজ আহমদ, ইউ/পি আওয়ামীলিগ সদস্য মতলুব আহমদ, ইউ/পি আওয়ামীলীগ নেতা হারূন আহমদ, ইউ/পি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তালুকদার কামরূজ্জামান কয়ছর।
এছাড়া বারহাল ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি, সাধারন সম্পাদক সহ বিপুল সংখ্যক আওয়ামীলিগ, যুবলী