জকিগঞ্জ বার্তায় সংবাদ দেখে মানবতার দৃষ্টান্ত দেখালেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল এএসপি
প্রকাশিত হয়েছে : ২:৪৬:০৭,অপরাহ্ন ২৭ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১৫০৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: পুলিশকে দোষারোপ করাই আমাদের কাজ। ভালো বা মানবতার কাজ পুলিশ কখনো করে না এমন মানুষের ধারণা পাল্টে দিলেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল এর সহকারি পুলিশ সুপার (এএসপি) জ্যোতির্ময় সরকার। জনপ্রিয় সংবাদ মাধ্যম জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমে অতিসম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্থ ব্যক্তির সংবাদ পড়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।
জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্নার মাধ্যমে ক্ষতিগ্রস্থদের বাড়িতে যাওয়ার ঠিকানা জানলেন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বললেন তাদের বাড়িতে যাবেন তিনি। বিকেল সাড়ে চারটার দিকে তিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের পার্শ্ববর্তী গ্রাম এবং জকিগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত উত্তর বিলেরবন্দ (হোসনাবাদ) গ্রামের শফিক ও রউফের বাড়িতে যান। সেখান থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহা্ম্মদ মোবাশশেরুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদকে মুঠোফোন দিয়ে বিষয়টি অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার এ দুই পরিবারকে কিছু একটা দেয়ার আশ্বাস দিলেন এবং চেয়ারম্যান ফয়েজ আহমদ নিজে ঐ বাড়িতে উপস্থিত হয়ে দু’বান্ডিল ঢেউ টিন দেয়ার প্রতিশ্রুতি দেন। সহকারি পুলিশ সুপার ক্ষতিগ্রস্থদের স্বান্তনা দিয়ে শিগগির আরো কিছু দেয়ার কথা জানালেন।
মানিকপুর গ্রামের প্রতিবন্ধি:মোস্তাক আহমদের পরিবারের দু:খের কথা তাকে (এএসপি) বললে সাথে সাথে তিনি সেখানে যেতে রাজি হলেন। সন্ধ্যার পর পুলিশের গাড়িসহ আমরা সেখানে পৌছলাম। প্রতিবন্ধি মোস্তাক আহমদের ভাঙ্গা ঘর আর বিবর্ণ চেহারা নিজ চোখে প্রত্যক্ষ করে নগদ কিছু টাকা তাদের হাতে তুলে দেন সহকারি পুলিশ সুপার। প্রতিবন্ধি মোস্তাকের স্ত্রীকে বলেন, কি দিলে আপনাদের পরিবার স্থায়ীভাবে স্বাবলম্বী হতে পারবে। এমন কিছু চাইতে হবে যার আয় দিয়ে পরিবার মোটামুটি স্বচ্চলভাবে চলতে পারে। তিনি নির্দিষ্ট সময় বেধে দিয়ে শিগগির এনামুল হক মুন্নার মাধ্যমে তাকে জানানোর কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমদ, হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক খালেদ মুহিউদ্দিন আজাদ, জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্না, ইউপি সদস্য হাসান আহমদ, সামছুদ্দীন কাজল, বিশিষ্ট মুরব্বী নূরুল ইসলাম, আব্দুল হক প্রমূখ।