সাবেক চেয়ারম্যান হাজী নূর উদ্দিন’র মৃত্যুতে হুইপ সেলিম উদ্দিন এমপি’র শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ৯:২৯:০৮,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০১৬ | সংবাদটি ১৬৯৪ বার পঠিত
বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী নূর উদ্দিন আজ সকাল ১০ টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ২পুত্র ও ৩মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের রোহের মাগফেরাত কামনা করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় হুইপ ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি। তিনি শোক সন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বলেন, তার মৃত্যুতে জাতীয় পার্টি একজন প্রবীন রাজনীতিবীদ হারালো। তার মৃত্যুতে জাতীয় পার্টির যে ক্ষতি হয়েছে তা অপূরনীয়।