দিঘীরপার ইউপি চেয়ারম্যান কাজল ও প্রবাসী রুমেলকে চৌধুরী বাজারে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৭:৪১:১১,অপরাহ্ন ০১ মে ২০১৬ | সংবাদটি ৫৫৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার ৩নং পূর্ব দিঘীরপার ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলী হোসেন কাজল ও সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন রুমেলকে জকিগঞ্জের চৌধুরী বাজার ছাত্রলীগের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান।
উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হেলালের পরিচালনায় সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য দেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন রুমেল। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম মামুন।
বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর যুবলীগের সদস্য আতিকুর রহমান মনি, স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর, জকিগঞ্জ সংবাদের সম্পাদক রহমত আলী হেলালী। বক্তব্য দেন ইউপি সদস্য আব্দুল আহাদ, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহিদ, আতিকুর রহমান, আতাউর রহমান আতা, আব্দুল কুদ্দুস বুদুর, আখলাক আহমদ, নাজিম উদ্দিন, সড়কের বাজার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ ছাবের, ছাত্রলীগ নেতা কামিল আহমদ তাপাদার, আলী হোসেন, আব্দুস শহীদ, আব্দুল করিম, জামিল আহমদ, কাওছার আহমদ, সাজু, মাছুম প্রমূখ। সংবর্ধিত অতিথিদ্বয়কে সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়।