শ্রমিক দিবসে দুই শ্রমিকের করুণ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৮:৫৩:৫৩,অপরাহ্ন ০১ মে ২০১৬ | সংবাদটি ৬৩৬ বার পঠিত
আজ মহান মে দিবস অর্থাৎ শ্রমিক দিবস। শ্রমিকদের অধিকার আদায়ে এ দিবস বাংলাদেশসহ সারা বিশ্বে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। কিন্তু সেই শ্রমিক দিবসে দু’শ্রমিকের মৃত্যু শোকাবহ হয়ে উঠে।
রাজধানীর মতিঝিলের দিলকুশায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকালে শ্রমিক দিবসে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আবদুল হালিম (৩০) ও স্বপন শেখ (১৮)।প্রত্যক্ষদর্শীরা জানান, ৪০ দিলকুশার নির্মাণাধীন ওই ভবনে রড তুলছিলেন দুই শ্রমিক। এ সময় তারা চার তলা থেকে পড়ে আহত হন। পরে ফজলু মিয়া নামে এক ব্যক্তি তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বিকাল সাড়ে তিনটার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল হালিমের বাড়ি রংপুরের মিঠাপুকুরে; আর স্বপন শেখের বাড়ি গাইবান্ধার সাঘাটায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঢাকাটাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, আজ বাংলাদেশসহ বিশ্বব্যাপী পালিত হচ্ছে শ্রমিক দিবস। বাংলাদেশে নির্মাণ খাতে গত আট বছরে ৭২২ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত নির্মাণশ্রমিকের সংখ্যা ৪১২। বিলসের হিসাব অনুযায়ী, ২০১৫ সালে এ খাতে মারা যান ৬১ জন শ্রমিক। আহত হন ১১৯ জন।
তথ্য সুত্র: ঢাকা টাইমস