ফেসবুক আইডিতে ভূয়া স্ট্যাটাস
প্রকাশিত হয়েছে : ৮:২০:২৪,অপরাহ্ন ০২ মে ২০১৬ | সংবাদটি ৬৭৪ বার পঠিত
সম্প্রতি ফেসবুক আইডিতে ভূয়া স্ট্যাটাস দিয়েছেন এক ফেসবুক ইউজার। পোষ্টকৃত স্ট্যাটাসে তিনি লিখেন যে, জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের পূর্ব শাহজালালপুর (খাসেরা) গ্রামের বাছুলসহ তার সহযোগিকে ডাকাতিতে পেয়ে প্রচন্ড মারপিট করে পুলিশে সোপর্দ করা হয়েছে। উপরোক্ত স্ট্যাটাসের তীব্র প্রতিবাদ জানিয়ে বাছুল জানান এ ঘটনার সাথে জড়িত থাকার প্রশ্নই উঠে না। এমন ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক ও মিথ্যা তথ্য পরিবেশন করে আমার মান সম্মানের উপর আঘাত করা হয়েছে। কসকনকপুর গ্রামের যে বাড়িতে কথিত ডাকাতি হয়েছে, ঐ বাড়ির মালিক আব্দুল বাতিন চৌধুরী এমন স্ট্যাটাসকে সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা বলে জানান।