লামারগ্রাম মাদ্রাসায় খতমে বুখারী মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২:৩২:৩৫,অপরাহ্ন ০৩ মে ২০১৬ | সংবাদটি ৯৩৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জামেয়া ইসলামিয়া লামারগ্রাম মাদ্রাসার খতমে বুখারী মাহফিল সম্পন্ন হয়েছে। শায়খ রায়পুরী র. ভক্ত-মুরিদানসহ সর্বস্থরের মানুষের উপস্থিতিতে বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ১২টার দিকে মাহফিল সম্পন্ন হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল গফফার রায়পুরী। মুহাদ্দিস মাওলানা ফরিদ উদ্দিনের পরিচালনায় প্রধান আলোচকের বয়ান পেশ করেন শায়খুল হাদীস আল্লামা আব্দুল কাইয়ুম বরিশালী। বিশেষ আলোচক ছিলেন শায়খুল হাদীস আল্লামা আব্দুল কারীম, জকিগঞ্জ জামে মসজিদের খতিব ও মাদ্রাসার ইফতাহ বিভাগের প্রধান মুফতি আবুল হাসান।
অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন মাওলানা আছার উদ্দিন, মুর্শিদ খান প্রমূখ। মাহফিলে টাইটেলে ১৬ ও হিফজ বিভাগের ১০জনকে সবক দেওয়া হয়।
দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল গফফার রায়পুরী। মাহফিল শেষে সকলের মঝে রাতের খাবার পরিবেশন ও স্থানীয়দের মধ্যে শিরনী বিতরণ করা হয়। রোববার রায়পুরী ছাহেব বাড়ি মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।