ঢাকায় এরশাদের সাথে জকিগঞ্জের জাপা সমর্থিত ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশীদের সাক্ষাৎকার
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:৩৪,অপরাহ্ন ০৩ মে ২০১৬ | সংবাদটি ১০৬৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় জাপার চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আজ মঙ্গলবার দুপুর একটার দিকে জকিগঞ্জের জাপা সমর্থক ইউপি চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকার গ্রহণ করেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।
এ সময় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, যুগ্ম মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি, প্রেসিডিয়াম সদস্য ফয়সল চিশতী, সিলেট জেলা জাপার সহ-সভাপতি আব্দুস শহিদ লস্কর বসির, সাংগঠনিক সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী, জাপা নেতা আব্দুল খালিক লালু মিয়া, সাহাব উদ্দিন ও নুমান উদ্দিন চৌধুরী প্রমূখ। বারহাল, বিরশ্রী, কাজলসার, জকিগঞ্জ, সুলতানপুর, বারঠাকুরী ও কসকনকপুর ইউপির সম্ভাব্য ১৯জন প্রার্থী সাক্ষাৎকার দেন। শুধুমাত্র খলাছড়া ও মানিকপুর ইউপিতে প্রার্থীতা নির্ধারণ করা হয়েছে বলে জাপা সুত্র জকিগঞ্জ বার্তাকে নিশ্চিত করেছে।
এদিকে পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমদ জকিগঞ্জ বার্তাকে জানান, এরশাদ সাহেবের স্বাক্ষরিত কপির মাধ্যমে আমাকে প্রার্থী নির্ধারণরে ক্ষমতা দেওয়া হয়। সে অনুযায়ী আমি তৃণমূল জাপা ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে ইতোমধ্যে ইউপি সমূহে চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ করেছি। অথচ এখন ফের প্রার্থী দেয়ার কথা শুনা যাচ্ছে।