সৌদিতে দূর্ঘটনায় নিহত ইলিয়াস আলীর বাড়িতে চলছে শোকের মাতম
প্রকাশিত হয়েছে : ১০:১৫:২১,অপরাহ্ন ০৩ মে ২০১৬ | সংবাদটি ১০৮৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সৌদিতে সড়ক দূর্ঘটনায় নিহত জকিগঞ্জের মরিচা গ্রামের ইলিয়াস আলীর বাড়িতে শোকের মাতম চলছে। মৃত্যুর ঘটনা শুনে স্ত্রী ও তিন মেয়েসহ স্বজনদের কান্না যেনো থামছে না। পুরো এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। মৃত্যুর আগের দিন নিজের জন্মভূমি থেকে নিজ কর্মস্থলে ফেরেন ইলিয়াস আলী। এ জন্য স্বজন ও পরিচিতজনদের আফসোসের শেষ নাই। গতকাল প্রবাসীদের ফেসবুক আইডি ও জকিগঞ্জ বার্তায় সংবাদ পরিবেশিত হলে ফেসবুক জুড়ে তার মৃত্যুর ঘটনা ছিলো বেশ আলোচিত।
প্রবাসী শাহজাহান আহমদ জকিগঞ্জ বার্তাকে জানান ইলিয়াস আলী ১৭বছর ধরে সৌদিআরবে কর্মরত ছিলেন। তার স্ত্রীসহ তিনটি মেয়ে রয়েছে। দু’ভাই সৌদিআরবে কর্মরত আছেন।
গতকাল সোমবার সৌদি আরব সময় বেলা দুইটার দিকে আবহা, খামিছ, মোশাইত এলাকার রাস্তা ক্রসিং করতে গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইলিয়াস আলী।
বর্তমানে আল মাদানী হসপিটালের হিমাগারে মরদেহ রাখা হয়েছে। মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।