মহিষ আটকের ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসীর সড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ১২:৫৮:২৫,অপরাহ্ন ০৪ মে ২০১৬ | সংবাদটি ১৭২৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: আমলসীদ বিজিবি কতৃক বাঘপাড়া গ্রামের কাওছার আহমদের গৃহপালিত চারটি মহিষকে আটকের ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী শরীফগঞ্জ বাজারে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ১১টা পষন্ত সড়ক অবরোধ করে। এ সময় জকিগঞ্জ সিলেটগামী বাস, ট্রাকসহ সকল প্রকার যানবাহন আটকা পড়ে। দুভোগ পোহাতে হয় অনেক যাত্রীকে।
উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন এলাকাবাসী। তিনি জকিগঞ্জ বার্তাকে জানান, মহিষ আটকের বিষয়টি অপ্রত্যাশিত ভাবে হয়েছে। বিজিবি কে মহিষ ছেড়ে দেয়ার জন্য বলা হয়েছে।
ইউ/পি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু জানান, গত সোমবার বাড়ীর পাশ্ববতী মাঠ থেকে বিজিবি কারও ইন্দনে চারটি মহিষ ধরে নিয়ে যায়। বিষয়টি সমাধানে বার বার তাদেরকে বলা হলেও তারা কণপাত করেনি।
ক্ষুদ্ব এলাকাবাসী জানান, যেখানে সীমান্তে অবৈধ গরু, মহিষ বা চোরাচালান বন্ধের কথা সেখানে গৃহপালিত মহিষগুলো আটক করে আমাদেরকে হয়রানি করা হচ্ছে। বিজিবির এমন কর্মকান্ডের তীব্র প্রতিবাধ জানিয়ে তারা বলেন, মহিষ ছেড়েদিলেই আমরা ক্ষান্ত হব না। যতক্ষণ না ইন্দন দাতা বা এই ঘটনার হোতাদের দৃষ্টান্ত মুলক শাস্তি দেওয়া হবে।
আমলশীদ বিজিবি জকিগঞ্জ বার্তাকে জানায় অপ্রত্যাশিত এ ঘটনার সমাধান হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব মহিষগুলো ছেড়ে দেওয়া হবে।