ঈদগাহ বাজারে শায়খ আব্দুল গণি র. এর স্বরণসভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩:৪২:২৫,অপরাহ্ন ০৪ মে ২০১৬ | সংবাদটি ১০৪০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের ঈদগাহ বাজার এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় ঈদগাহ বাজার জমে মসজিদে শায়খুল হাদিস আল্লামা শায়খ আব্দুল গণি র. এর স্বরণে মঙ্গলবার দুপুর ১২ঘটিকা হইতে আছর পর্যন্ত এক স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাফিজ মাওলানা আব্দুল গফ্ফার রায়পূরী দা: বা: ও হাজ্বী আব্দুল ওহাব এর সভাপতিত্বে এবং হাফিজ আব্দুল হালিম এর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন জকিগঞ্জ জামে মসজিদের খতিব ও লামারগ্রাম মাদ্রাসার ইফতাহ বিভাগের প্রধান হযরত মাওলানা মুফতি আবুল হাসান। বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন জামেয়া হাড়িকান্দি মাদ্রাসার শায়খুল হাদিস হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, লামারগ্রাম মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা ছিদ্দিকুর রহমান ছাহেব জাদায়ে জামুরালী,মাওলানা মাহমুদুর রহমান মুহতামীম ঈদগাহ বাজার মাদ্রাসা,মাওলানা কুতুব উদ্দিন শিক্ষক ঈদগাহ বাজার মাদ্রাসা, মুস্তাক্বীম আলী হায়দর সাবেক ভাইস চেয়ারম্যান জকিগঞ্জ উপজেলা,মাওলানা ফরীদুদ্দীন মুহাদ্দিস জামেয়া লামার গ্রাম,হাজ্বী আব্দুস সুবহান ও মাওলানা মারুফ আহমদ প্রমূখ।