ব্যবসায়ী কবিরের আকস্মিক ইন্তেকাল; জানাযা বৃহস্পতিবার ১১টায়
প্রকাশিত হয়েছে : ৩:৪০:১১,অপরাহ্ন ১৩ মে ২০১৬ | সংবাদটি ৫৬২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌর এলাকার ছয়লেন গ্রামের যুবক, জকিগঞ্জ বাজারের সাবেক ব্যবসায়ী কবির আহমদ (৩৫) বুধবার বিকেল ৪টায় সিলেটের নর্থঈষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী…….রাজিয়ুন।
বৃহস্পতিবার বেলা ১১টায় কেছরী পূর্ব মসজিদ প্রাঙ্গনে জানাযা অনুষ্ঠিত হবে। দুই ভাই, দুই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ছোট ভাই আলতাফ হোসেনও আকস্মিক ইন্তেকাল করেন গেল কয়েক বছর আগে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহীত ছিলেন। এক পুত্র সন্তানের জনক। মৃত্যুকালে অনেক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে যান।
কবির আহমদের আকস্মিক ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জকিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আব্দুল জব্বার জবাই মিয়া, পরিচালক এনামুল হক মুন্না, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু, পৌর যুবলীগ সভাপতি এম এ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আজমল হোসেন প্রমূখ।