গ্রেটার ম্যানচেস্টার আল ইসলাহ’র সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১২:১৯:২৮,অপরাহ্ন ১৯ মে ২০১৬ | সংবাদটি ১৫২৫ বার পঠিত
মুসলিম সমাজকে সত্য-সঠিক পথে পরিচালিত করতে আল ইসলাহ কর্মীদেরকে এগিয়ে আসতে হবে———আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
সংবাদ দাতাঃ সুন্নিয়তের অতন্দ্র প্রহরী সংগঠন আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সদস্য সম্মেলন ও কাউন্সিল গত ১০মে মঙ্গলবার ওল্ডহ্যামের ওয়েস্টউড ইস্ট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ’র সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খানের উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রিয় মজলিসে শূরার সদস্য শায়খুল হাদীস হযরত আল্লামা হবিবুর রহমান ছাহেব।
প্রধান বক্তার বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল এবং দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের প্রিন্সিপাল হযরত মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী।
প্রধান অতিথির বক্তব্যে হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, মুমিনদেরকে হক এবং সঠিক পথের উপর ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। কেবল নিজে জাহান্নাম থেকে বাঁচলে চলবেনা, বরং নিজের পরিবার-পরিজন ও সমাজকেও সঠিক পথে আহবানের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আর সমাজ সংশোধনের এই মহান উদ্দেশ্য নিয়ে মানুষকে সত্য-সঠিক আক্বীদা-বিশ^াসে পরিচালিত করার জন্যই আনজুমানে আল ইসলাহর জন্ম। তিনি বলেন, ইসলামের প্রাথমিক যুগ তথা তাবেয়ীন, তাবেতাবেয়ীন ও সলফে সালেহীনগণের সময় থেকে ইসলামে চারটি মাজহাবের উৎপত্তি হয়েছে। দুনিয়ার সকল মুসলমান এই চারটি মাজহাবকেই সঠিক এবং শুদ্ধ বলেই মেনে আসছেন। কিন্তু বর্তমান সময়ে আহলে হাদীস নামে লা মাজহাবী একটি ফিতনার আবির্ভাব হয়েছে, যারা পূর্ববর্তী সত্যপন্থী ইমামদেরকে দোষারোপ করে এবং সহীহ হাদিসের নামে কুরআন ও হাদীসের ভুল ব্যাখ্যা দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। তিনি এ সমস্ত ফিতনা সম্পর্কে মুসলমানদেরকে সতর্ক থাকার জন্য আহবান জানান।
হাফিজ মাওলানা আশিকুর রহমানের কুরআন তিলাওয়াত এবং মাওলানা ফখরুল ইসলামের নাতে রাসূল পরিবেশনের মাধ্যমে সূচিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ বদরুল ইসলাম, গ্রেটার লন্ডন ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, সেন্ট্রাল কমিটির সদস্য মাওলানা আবদুল আউয়াল হেলাল।
সদস্য সম্মেলন শেষে অনুষ্ঠিত কাউন্সিলে সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন শাখার প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে মাওলানা আবদুর মতিনকে সভাপতি, মাওলানা খায়রুল হুদা খানকে জেনারেল সেক্রেটারি এবং মাওলানা আবুল কালামকে ট্রেজারার করে আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের তিন বছর মেয়াদী (২০১৬-২০১৯) ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মাওলানা মুফতী আবদুর রহমান, মাওলানা আবদুল হামিদ, মাওলানা কুতুবুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবদুল বাছিত আশরাফ, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম, ওর্গেনাইজিং সেক্রেটারি মাওলানা মাহবুবুল ইসলাম লিয়াকত, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, ট্রেনিং এন্ড এম্পলয়মেন্ট সেক্রেটারি হাফিজ শামসুল ইসলাম, ওয়েলফেয়ার সেক্রেটারি মাওলানা হেলাল আহমদ খান, মেম্বারশীপ সেক্রটারি মোহাম্মদ আবদুল বাছিত, কার্যনির্বাহি সদস্য মাওলানা ফখরুল হাসান রুতবাহ, আলহাজ¦ ছদরুল আমিন, ইঞ্জিনিয়ার বাবুল মিয়া, আলহাজ¦ মুবাশি^র আলী।
উক্ত সম্মেলনে নর্থওয়েস্ট ইংল্যান্ডের প্রখ্যাত উলামায়ে কিরাম ও কমিউনিটি নেতৃবৃন্টের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা নজির আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা মুফতী আবদুর রহমান, আনজুমানে আল ইসলাহ‘র উপদেষ্টা হাজী আরজু মিয়া, আলহাজ¦ গোলাম মোস্তফা চৌধুরী, শাহজালাল মসজিদ ম্যানচেস্টারের চেয়ারম্যান আলহাজ¦ সুরাবুর রহমান, আল ইসলাহ ওল্ডহ্যাম শাখার প্রেসিডেন্ট হাফিজ মাওলানা আসকির মিয়া, সেক্রেটারি হাফিজ শামসুজ্জামান সুহেল, হাইড শাখার প্রেসিডেন্ট হাজী সানা মিয়া, সেক্রেটারি মাওলানা আবদুল হামিদ, ম্যানচেস্টার শাখার প্রেসিডেন্ট আলহাজ¦ ছদরুল আমিন, ব্রাডফোর্ড শাখার প্রেসিডেন্ট মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি আবদুল রব, শেফিল্ড শাখার প্রেসিডেন্ট হাফিজ শামসুল ইসলাম, কিথলী শাখার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার বাবুল মিয়া, রচডেল শাখার আহবায়ক মোহাম্মদ আবদুল বাছিত, দারুল হাদীস লাতিফিয়ার সেক্রেটারী আলহাজ¦ আবদুল মুছাব্বির, মাওলানা আবদুল মতিন, মাওলানা আবদুল বাছিত আশরাফ, মাওলানা কুতুবুদ্দীন, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা আখতার হোসাইন, মাওলানা মাহবুবুল ইসলাম লিয়াকত, মাওলানা হেলাল আহমদ খান, হাজী সানাওর আলী প্রমুখ।