বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এডমিশন+ এখন জকিগঞ্জে !
প্রকাশিত হয়েছে : ১১:৩২:৫১,অপরাহ্ন ১৯ মে ২০১৬ | সংবাদটি ১০৯৩ বার পঠিত
জকিগঞ্জ থেকে দেশের বিভিন্ন বিশ্বদ্যিালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য একটি সুখবর হচ্ছে দেশ সেরা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এডমিশন+ এখন জকিগঞ্জে। সিলেট কিংবা ঢাকা নয় উপজেলা শহর জকিগঞ্জেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি উপযোগী কোচিং এর আয়োজন করা হয়েছে। এডমিশন+ সিলেট শাখার পরিচালক, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. বদরুল আলমসহ এক ঝাঁক বিশ্ববিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীর চিন্তা ও মেধার ফলেই এডমিশন+ জকিগঞ্জে। শাখা পরিচালক মো. বদরুল আলম জানান, জকিগঞ্জের শিক্ষার্থীদের আবাসিক সমস্যা ও আর্থিক অসঙ্গতি বিশেষত মেয়েদের নিরাপত্তার কথা চিন্তা করেই জকিগঞ্জের শাখাটি চালু করা হয়েছে। পৌর শহরের ইখওয়ান সেন্টারের তৃতীয়তলায় ২৫ মে থেকে ক্লাস শুরু হবে। এর আগে ১৩ মে সকাল ১১টায় ফ্রি ক্লাস নেয়া হবে। ভতি ফি রাখা হয়েছে মানবিক শাখায় ৭৫০০টাকা, ব্যবসায় শাখায় ৮০০০টাকা এবং বিজ্ঞানে ৮৫০০টাকা। যা সিলেটের তুলনায় প্রায় অর্ধেক। শুধু তাই নয় ১৮ মের মধ্যে ভর্তি হলে প্রত্যেকের জন্য ২০০০টাকা করে বিশেষ ছাড় দেয়া হবে। প্রত্যেক ইউনিটে ৫৩টি করে ক্লাস গ্রহণ করা হবে। প্রতি ক্লাসেই থাকবে ক্লাস টেস্ট। নেয়া হবে ১০ স্পেশাল মডেল টেস্ট। প্রতিটি ক্লাসেই ঢাকা অফিসের তৈরী লেকচার সীট প্রদান করা হবে। পরীক্ষার আগ পর্যন্ত সপ্তাহে ৩টি করে ক্লাস নেয়া হবে। তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের জন্য ‘এক্সট্রা সল্ভ ক্লাস’ এর ব্যবস্থা রয়েছে। এই ভর্তি প্রস্তুতি অন্য যে কোনো চাকরির প্রতিযোগিতায়ও সহায়ক ভুমিকা পালন করবে বলে উদ্যোক্তারা জানান।
পরিচালক বদরুল আলম বলেন, কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয় প্রিয় জকিগঞ্জের শিক্ষার্থীদের ব্শ্বিবিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ করে উচ্চ শিক্ষার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য। যোগাযোগ-০১৭৪৩-৬৭৬২২৮।—-বিজ্ঞপ্তি