পৌর মেয়র ও জেলা প্রেসক্লাব সম্পাদককে জকিগঞ্জ পৌর যুবলীগের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২:২৫:১৭,অপরাহ্ন ২০ মে ২০১৬ | সংবাদটি ৬৭৯ বার পঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান. বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামায়াত চক্র উন্নয়ন ও অগ্রযাত্রাকে নস্যাত করতে আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এ ষড়যন্ত্র জনগণ বোঝে গেছে। তাই তারা সফল হবে না। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেশে এদেশের দেশপ্রেমিক জনগণ
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফারুক আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন মেয়র ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিন ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।
পৌর যুবলীগ সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেনের পরিচালনায় বক্তব্য দেন, সুলতানপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক ইকবাল আহমদ চৌধুরী একল, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খয়ের চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আওয়মী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, পৌর কাউন্সিলর আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হোসাইন আহমদ চৌধুরী, সহ-সভাপতি দেবাশীষ দেশমূখ্য রাজু, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুশ শহীদ, জেলা ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেল মো: রেজা, জেলা ছাত্রলীগ সদস্য আমিনুল ইসলাম চৌধুরী শিমুল ও আব্দুল আহাদ, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুশ শহীদ, উপজেলা ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন পুতুল, মো. আলী, মাহমুদ হোসেন, গাজী ইমরান হোসেন, রেজা আহমদ ও নাহিদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি দ্বয়কে ক্রেস্ট প্রদান করা হয়।