ঘুর্ণিঝড় রোয়ানু; সরে যেতে হবে ১৮ জেলার মানুষকে
প্রকাশিত হয়েছে : ৭:৪২:৩৮,অপরাহ্ন ২০ মে ২০১৬ | সংবাদটি ৯৭৫ বার পঠিত
মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল বিকেলে মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ঘূর্ণিঝড়ের কারণে রাত ৮টার মধ্যে ১৮ জেলার জনগণকে নিকটতম আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে। এ জন্য আমাদের ৫৫ হাজার স্বেচ্ছাসেবী কাজ করছেন। অার প্রতিনিয়ত আমরা পর্যবেক্ষণ করছি ও নির্দেশনা দিচ্ছি।
এদিকে, চট্টগ্রাম ও পায়রাবন্দরে সংকেত রাতের মধ্যে পরিবর্তন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
সচিব শাহ কামাল বলেন, শরীয়তপুর-মাদারীপুর ও গোপালগঞ্জে ঝড় মোকাবেলায় আলাদাভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি বড় কোনো কিছু ঘটে তবে এই তিন জেলায় ক্ষতির পরিমাণ বেশি। এছাড়া ১৮ জেলার মানুষকে নিজেদের কাছের আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে। গত সর্বশেষ ঘূর্ণিঝড়ে সেসব জেলার ২১ লাখ ৫০ হাজার ৩৫১ জন মানুষ নিরাপদ আশ্রয়কেন্দ্রে জায়গা নিয়েছিলেন। – See more at: http://www.sylhetview24.com/news/details/National/60091#sthash.Ekx5eBR5.iWpv2QBI.dpuf