জকিগঞ্জে ইউপি নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধি লঙ্গনের প্রতিযোগিতা চলছে
প্রকাশিত হয়েছে : ৮:৫৮:০৪,অপরাহ্ন ৩০ মে ২০১৬ | সংবাদটি ৭১৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের সর্বত্র নির্বাচনী আমেজ বিরাজ করছে। প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় উত্তাপ ছড়িয়ে পড়ছে। মাইকিং, গণ সংযোগ, উঠান সভা, মিছিল চলছে রাত অবধি। ছোট-বড় বাজার গুলোতে নিয়ম নীতির তোয়াক্ষা না করে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। কে কত বড় মিছিল ও মিটিং করবে, তা নিয়ে চলছে জোর প্রতিযোগিতা।এতে দূর্ভোগে পড়েছেন পথচারি ও স্থানীয়রা। প্রশাসন কিছুটা পদক্ষেপ নিলেও তা পর্যাপ্ত নয়। তবে প্রার্থীর বিরুদ্ধে প্রার্থীরা নিজেই নানা অভিযোগ করেছেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের কাছে।
দলীয়, স্বতন্ত্র প্রার্থী অনেকেই লেগুনা, সিএনজি, টমটম দিয়ে মিছিল করছেন। সড়কে যানজট সৃষ্টি করেও পথসভা করছেন বেশিরভাগ প্রার্থী। সব মিলিয়ে জকিগঞ্জের ৪৯জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ৩৩৯জন ও সংরক্ষিত সদস্য পদে ৮৭জন লড়াই করছেন। এদের মধ্যে অধিকাংশ চেয়ারম্যান প্রার্থী নির্বাচন আচরণ বিধি লঙ্গন করছেন বলে স্থানীয় ভোটাররা জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, যখন সুনির্দিষ্ট অভিযোগ পাচ্ছি, তখনই জরিমানা করা হচ্ছে। এখানে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আমি একা হওয়াতে উপজেলার ৯টি ইউনিয়ন কাভার করা কঠিন হয়ে পড়েছে। আজ বারহাল ও কাজলসার ইউনিয়নে মোবাইল কোর্ট করেছি। বারহালের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিছবাহ জামানকে কালকে জরিমানা করা হবে। কাজলসারে আওয়ামী লীগ সমর্থিত জুলকারনাইন লস্করের সমর্থকেরা ট্রাক মিছিল করেছিল। একটি ট্রাকের চালক ও সমর্থকরা পালিয়ে যায়। আরেকটি ট্রাকের সকলেই পালিয়ে গেলেও ছাবি নিয়ে এসেছি। তাকেও জরিমানা দিতে হবে। ইতোমধ্যে আওয়ামী লীগ মনোনীত মানিকপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু জাফর মো: রায়হানকে একাধিক মাইক ব্যবহারের অভিযোগে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। যথাশীঘ্র ম্যাজিস্ট্রেট আসছে এবং কঠোর অভিযান হবে এমনটাই জানান তিনি।