জকিগঞ্জ ইউনিয়নে বাজেট সভায় চেয়ারম্যান ফয়েজ বললেন জনগণের ভালোবাসাই জীবনের পরম পাওয়া
প্রকাশিত হয়েছে : ১২:২৮:১৭,অপরাহ্ন ০২ জুন ২০১৬ | সংবাদটি ৫১৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ সদর ইউনিয়নের বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারম্যান ফয়েজ আহমদ। লিখিত বাজেট পেশ করেন সচিব মো: আব্দুল্লাহ। বক্তব্য দেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: খলিলুর রহমান, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, বিশিষ্ট মুরব্বী মুজিবুর রহমান প্রমূখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শফিকুর রহমান, হাসান আহমদ, আব্দুল কাইয়ুম মুজিব, আব্দুল নূর, বেলাল আহমদ রানা, সমাজসেবক আবুল কালাম আজাদ, আব্দুল আজিজ তাপাদারসহ এলাকার অনেকেই।
২০১৬-১৭অর্থ বছরের বার্ষিক বাজেটে প্রত্যাশিত আয় ধরা হয়েছে, ৬০, ৬০, ১২৫, সম্ভাব্য ব্যয় ৫৯, ০১৯, ৩২ ও উদ্বৃত্ত ১, ৫৮, ১৯৩ টাকা। উপস্থিত সাংবাদিক ও স্থানীয় জনগণের প্রশ্নোত্তর দেন চেয়ারম্যান ও সচিব। সভাপতির বক্তব্যে ফয়েজ আহমদ বলেন, ২০১১সাল থেকে এ পর্যন্ত জকিগঞ্জ ইউপির খাদেম হিসেবে আপনাদের পাশে ছিলাম। সাধ্যের সবোচ্চ চেষ্টার মাধ্যমে এলাকার উন্নয়নে সচেষ্ট ছিলাম। আল্লাহ যতদিন হায়াত দিবেন, তত দিন আপনাদের ভালোবাসা নিয়ে বেচে থাকতে চাই। তবে যা সম্মান আমাকে দিয়েছেন, তার জন্য আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রইলো। আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যাবেন, এমনটাই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।