জকিগঞ্জের সাহিদের সাফল্য
প্রকাশিত হয়েছে : ১২:৩০:১৫,অপরাহ্ন ০২ জুন ২০১৬ | সংবাদটি ৫৫৩ বার পঠিত
অস্ট্রেলিয়া কেটলিক ইউনিভারসিটি থেকে MBA কমপ্লিট করে জকিগঞ্জ উপজেলা সহ বাংলাদেশের উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে.
সাহিদুর রহমান (সাহিদ) জকিগঞ্জ উপজেলার ৬ নং সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রামের আলহাজ আব্দুল মান্নান এর ৩য় ছেলে।.সাহিদ উচ্চতর ডিগ্রী অর্জন করে ভবিষ্যতে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চায়।.সে সকলের কাছে দোয়া প্রার্থী।